ঢাকা জাতীয় সমাবেশ উপলক্ষে নন্দীগ্রামে জামায়াতের লিফলেট বিতরণ ও স্বাগত মিছিল

১৯ জুলাই ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা জাতীয় মহা সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। (১৩ জুলাই) শনিবার বাদ আছর নন্দীগ্রাম কেন্দ্রীয় কলেজ মসজিদ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে নন্দীগ্রাম বাস্ট্যান্ড বীর মুগ্ধ চত্বরে এসে শেষ হয়। এরপর সমাবেশে বক্তব্য রাখেন, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমির মোঃ আব্দুর রহমান, সাবেক নায়েবে আমির আনোয়ারুল হক, নন্দীগ্রাম পৌর জামায়াতের সভাপতি, জাহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম, নন্দীগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ বোরহান উদ্দিন, যুব পরিষদের আবুজার ফটিক, নন্দীগ্রাম যুব বিভাগের সভাপতি শেখ সাদী, এছাড়াও উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আমিরুল ইসলাম মোমিন, সেক্রেটারী মুনিরুল ইসলাম মুনির, পৌর ছাত্র শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, ১নং বুড়ইল ইউনিয়ন সেক্রেটারী হোসেন আজাদী, ২নং সুলতান আহমেদ, ৩নং একরামুর রেজা টুকু সহ বিভিন্ন ইউনিটের কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাইসহ সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, এক কোটির বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থা সহ প্রতিবাদের মাধ্যমে বিভিন্ন দাবী তোলেন।