বগুড়া স্পেশালাইজড হাসপাতাল স্বাস্থ্য সেবায় সাফল্যগাঁথা এক নাম

উত্তরাঞ্চলের মানুষের আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বগুড়া স্পেশালাইজড হাসপাতাল আজ এক সুপরিচিত নাম। মানবসেবার মহৎ ব্রত নিয়েই বগুড়ার ঠনঠনিয়া বাসস্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে অবস্থিত বগুড়া স্পেশালাইজড হাসপাতাল। রোগী ও স্বজনদের চোখে এটি এক শান্তির ঠিকানা যেখানে প্রতিদিনই জন্ম নিচ্ছে সুস্থতার নতুন গল্প, আর লেখা হচ্ছে স্বাস্থ্যসেবার সাফল্যগাঁথা।
প্রতিষ্ঠার শুরু থেকেই হাসপাতালটি রোগীসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ করলেই চোখে পড়ে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধন। এখানে রয়েছে আধুনিক চিকিৎসা সুবিধা, দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক এবং প্রশিক্ষিত নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিবিড় তত্ত্বাবধান। আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে হাসপাতালটি প্রতিদিন শতাধিক রোগীকে সেবা দিচ্ছে। ফলে জটিল রোগের সঠিক ও দ্রুত নির্ণয় এবং চিকিৎসা সম্ভব হচ্ছে।
হাসপাতালটির বিশেষত্ব হলো এর রোগীবান্ধব পরিবেশ। রোগীরা এখানে যেমন মানসম্মত চিকিৎসা পান, তেমনি পান স্নেহ-মমতায় ভরা সেবা। রোগীদের জন্য নিয়মিত ফলোআপ ও পরামর্শসেবাও চালু আছে। হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সেবামূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন। বিভিন্ন র্যালি, সেমিনার ও সচেতনতামূলক উদ্যোগ স্থানীয় মানুষকে স্বাস্থ্য বিষয়ে উদ্বুদ্ধ করছে।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (ইউরোলজী) ডা: এম. এ. বাতেন বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে বগুড়াসহ উত্তরাঞ্চলের মানুষকে ঢাকায় না গিয়ে এখানেই উন্নত মানের চিকিৎসাসেবা দেয়া। ইউরোলজী বিভাগের জটিল অস্ত্রোপচারের মতো চিকিৎসাসেবাও এখানে সহজলভ্য। এক সময় যে রোগীদের ঢাকায় বা দেশের বাইরে চিকিৎসার জন্য ছুটতে হতো, এখন সেই সুযোগ তারা নিজ শহরেই পাচ্ছেন। বিশেষ করে হাসপাতালটির রোগীবান্ধব পরিবেশ, সেবার মান ও জরুরি চিকিৎসা ব্যবস্থাপনা রোগী ও স্বজনদের কাছে আস্থা তৈরি করেছে। এছাড়াও সমাজসেবা ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রত্যয়নের মাধ্যমে প্রতিবন্ধী, অসহায় ও দুস্থ রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
রোগীদের স্বজনরাও সন্তোষ প্রকাশ করে জানান, এখানে চিকিৎসা সেবার মান যেমন ভালো, তেমনি রোগীর প্রতি দায়িত্বশীলতা ও মানবিকতা প্রশংসনীয়। বগুড়ার মোকামতলা থেকে আসা আব্দুল মান্নান জানান, আমার মায়ের অপারেশন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। চিকিৎসক ও নার্সদের আন্তরিকতায় আমরা মুগ্ধ।
অল্প সময়ের মধ্যেই বগুড়া স্পেশালাইজড হাসপাতাল মানুষের আস্থা অর্জন করে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। বগুড়ার স্বাস্থ্যখাতে হাসপাতালটির এই অগ্রযাত্রা নিঃসন্দেহে এক অনন্য মাইলফলক। চিকিৎসার প্রতিটি পরতে পরতে এখানে লেখা হচ্ছে সেবার সাফল্যগাঁথা, যা উত্তরবঙ্গের মানুষের হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।