আদমদীঘিতে বিএনপির ৩১ দফা বাস্তাবায়নের দাবীতে বিক্ষোভ ও লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে আদমদীঘ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড, হামিদুল হক চৌধুরী হিরো ও জেলা বিএনপির প্রবাসি কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নানের নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, আদমদীঘি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, বিএনপি নেতা মোখলেছার রহমান, হান্নান পারভেজ, মামুনুর রশিদ, উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা খাতুন, জেলা যুবদলের সদস্য শাহজালাল মাহমুদ চপল, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক হাজি শামীম, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুজ্জামান, শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন, সম্পাদক আবু হাসান, স্বেচ্ছা সেবক দলের সভাপতি রুহুল আমিন, সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রদলের সম্পাদক জাহিদুল ইসলামসহ বিএনপি তার অঙ্গসংগঠনের নেতৃবর্গ। বিক্ষোভ মিছিল শেষে নেতৃবর্গ আদমদীঘি উজেলা সদরের দোকানপাট, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় তাদের দাবী সম্বলীত লিফলেট বিতরণ করেন।