আদমদীঘির যুবক নওগাঁ থেকে নিখোঁজ

আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা এলাকার শ্রী ইমন প্রামানিক (২৭) নামের এক হিন্দু যুবক নওগাঁ থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। গত রোববার (১২ জুলাই) রাতে সে নওগাঁ সদরের নওজোয়ান মাঠ থেকে নিখোঁজ হয়। তবে তাকে অপহরণ করে মুক্তিপণ দাবী করা হয়েছে বলে তার বাবা বিকাশ চন্দ্র দাবী করেছেন। শ্রী ইমন প্রামানিক সান্তাহার পৌরসভার হাউজিং কলোনী এলাকার বিকাশ চন্দ্রের ছেলে ও সান্তাহার পৌরসভার একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। এ ঘটনায় ইমনের বাবা বিকাশ চন্দ্র গত সোমবার (১৩ জুলাই) বিকেলে আদমদীঘি থানায় একটি জিডি দায়ের করেছেন।
নিখোঁজ ইমন প্রামানিকের বাবা বিকাশ চন্দ্র জানান, তার ছেলে শ্রী ইমন প্রমানিক গত রোববার সন্ধ্যায় নওগাঁর নওজোয়ান মাঠে এক বন্ধুর কাছে থেকে পাওনা টাকা নিতে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর ইমন রাতে আর বাড়ি ফিরে আসেনি এবং ইমনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে সন্ধান করে ইমনের কোন সন্ধান পাওয়া যায়নি। পরদিন গত সোমবার দুপুরে বিকাশ চন্দ্রের মোবাইল ফোনে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। ওই ফোনে ইমনকে ছেড়ে দেয়ার জন্য ১৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ফোনে ওই ব্যক্তি আরো বলে, যদি বিষয়টি পুলিশকে জানানো হয় তাহলে ইমনকে মেরে ফেলা হবে। ফোনের কথা অনুযায়ী অজ্ঞাত ওই ব্যক্তির দেয়া বিকাশ নম্বরে ১৫ হাজার টাকা পাঠিয়ে দেন ইমনের বাবা বিকাশ চন্দ্র। পরে আবারো ইমনের ফোন ব্যবহার করে আরো ১০ হাজার টাকা দাবি করেন ওই চক্রটি। এরপর ফোন বন্ধ পাওয়া যায় তাদের। এ ঘটনায় ইমনের বাবা বিকাশ চন্দ্র গত সোমবার বিকেলে আদমদীঘি থানায় একটি জিডি দায়ের করেছেন। এদিকে সন্তানের কোন সন্ধান না পেয়ে বিকাশ চন্দ্রের পরিবার চরম শংকায় রয়েছেন। আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জিডি দায়েরের বিষয়টি স্বীকার করে বলেন, নিখোঁজের ঘটনাটি ঘটেছে নওগাঁ সদরে। আদমদীঘি থানা ও নওগাঁ পুলিশ বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করেছে।