সৈয়দপুর পৌরসভার ১২২ কোটি ২৯ লাখ টাকার বাজেট ঘোষণা

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২০২৫-২০২৬ইং অর্থবছরের জন্য ১২২ কোটি ২৯ লাখ ৭৪ হাজার ৮৪০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল চারটায় পৌরসভা কমিউনিটি সেন্টারের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ওই বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব ও বাজেট উপস্থাপন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং পৌরসভার প্রশাসক মো. নুর - ই-আলম সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর পৌরসভার প্রধান নির্বাহী ও নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম।
বাজেট ঘোষণা অনুষ্ঠানের মঞ্চে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দীন, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ উপস্থিত ছিলেন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নুর-ই-আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী এম এম আলী রেজা রাজু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার, সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার, সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম, পৌর আমীর শরফুদ্দিন খান, পৌরসভার হিসাবরক্ষক ও সৈয়দপুর পৌর সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো. আবু তাহেরসহ সুধীজন, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী, বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বাজেট ঘোষনা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সৈয়দপুর পৌর সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সুজন শাহ্।
ঘোষিত বাজেটে পৌরসভার রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে, ৩৮ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৪৯৯ টাকা। রাজস্ব খাতের আয়ের উল্লেখযোগ্য খাতগুলো হচ্ছে, কর (ট্যাক্সেস) নয় কোটি ১২ লাখ ৯১ হাজার ৩৯৬ টাকা, রেইট আট কোটি ১৫ লাখ ২৩ হাজার ৪২০ টাকা, পৌর ফি ছয় কোটি ৪৪ রাখ ৭০ হাজার টাকা, স্থাবর সম্পত্তি হতে আয় ছয় কোটি ৫০ লাখ টাকা, পৌর সম্পত্তি হতে ভাড়া তিন কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকা, পানি শাখার আয় এক কোটি ৭৮ লাখ চার হাজার ৬৮৩ টাকা এবং অন্যান্য খাত থেকে আয় দুই কোটি ১১ লাখ ৯৬ হাজার টাকা। এছাড়া উন্নয়ন খাত থেকে মোট আয় ধরা হয়েছে ১০৯ কোটি ৮৮ লাখ ৫৪ হাজার ৯৩৯ টাকা। উন্নয়ন খাতের আয়ের উল্লেখযোগ্য হচ্ছে, বিশেষ অনুদান চার কোটি, অফিস ভবন নির্মাণ দুই কোটি, এলজিসিআরআরপি প্রকল্পে ১০ কোটি, আরইউটিডিপি প্রকল্পের আওতায় সৈয়দপুর নবনির্মিত সুপার মার্কেট দ্বিতল, তৃতীয় ও চতুর্থ তলা নির্মাণ ১০ কোটি টাকা, আরইউটিডিপি প্রকল্পের আওতায় রাস্তা ও ড্রেন নির্মাণ, ফুটপথ ও ইলেকট্রিফিকেশনে ২০ কোটি টাকা, আরইউটিডিটি প্রকল্পের আওতায় কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণে ১০ কোটি টাকা প্রভূতি।
পক্ষান্তরে রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে, ৩৮ কোটি ৪৭ রাখ ৫৫ হাজার টাকা। রাজস্ব খাতে ব্যয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ছয় কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা, সম্মানী ভাতা এক কোটি তিন লাখ, কনজারভেন্সি মঞ্জুরি ১১ কোটি ১৮ লাখ, সংস্থাপন খাতে তিন কোটি ৫৯ লাখ ৮৫ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি পরিষ্কার দুই কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা, রাস্তার বাতিসহ আনুসাঙ্গিক খরচ দুই কোটি ৯০ লাখ, অফিসভবন, শিশুপার্ক, হাটবাজারের জমি ক্রয় এবং শহর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন বাবদ দুই কোটি ৫০ লাখ ও নিজস্ব তহবিলে উন্নয়নে ২৫ লাখ টাকা। এছাড়াও বাজেটে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে এক শত ছয় কোটি তিন লাখ ৫৪ হাজার ৯৩৯ টাকা।