তিস্তা মহাপরিকল্পনা এই বছরের শেষ নাগাদ চুড়ান্ত হবে

অন্তর্ববর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চুড়ান্ত হবে। এরই মধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ৮টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তার তীর রক্ষার কাজ পরিদর্শনের উদ্দেশ্যে যাওয়ার পথে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সাংবাদিকদের প্রশ্নের জবারে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গত কয়েক মাসে আমাদের অগ্রগতি বেশ আশাব্যঞ্জক। আমাদের পরিকল্পনাটি চূড়ান্ত করেছি। তিস্তা নিয়ে চাইনিজ কর্তৃপক্ষ থেকে যে পরিকল্পনা দেওয়া হয়েছে সেটি নিয়ে মাঠ পর্যায়ে পাঁচটি আলোচনা হয়েছে। এখন বিশেষজ্ঞ পর্যায়ে একটি আলোচনা হবে ১৭ তারিখে। তারা একটি প্রস্তাবনা দেবে। আর এ প্রস্তাবনা প্রথমে সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ে যাবে। এর পর সেটি যাবে ইআরডিতে। তারপর চাইনিজ কর্তৃপক্ষের কাছে গেলে তারা একটি বিস্তারিত প্রতিবেদন দেবে। তবে তিস্তা মহাপরিকল্পনা যেহেত্ব চীন ও বাংলাদেশ এই দুইটি দেশের বিষয়। তাই সিদ্ধান্ত নিতে দুই দেশেরই সম্মতি লাগবে।
পরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সড়ক পথে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীর তীর রক্ষার কাজ পরিদর্শনের উদ্দেশ্যে রওয়ানা দেন।
এ সময় নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই আলম সিদ্দিকী সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবীসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।