বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় প্রেমিকার দাদি ও ভাবিকে গলাকেটে হত্যা: গ্রেপ্তার বখাটে প্রেমিক

প্রেম ও বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় বগুড়ায় এক স্কুল ছাত্রীর পরিবারের দুই সদস্যকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে আহত করা হয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীকেও যিনি বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
একসাথে পরিবারের দুই সদস্যের নির্মম এমন মৃত্যুতে যেন শোকের মাতম বইছে নিহতদের পরিবারে।
স্বজনরা জানান, সৈকত নামের কলেজ পড়ুয়া এক যুবক হরিগাড়ি গ্রামের মুদিদোকানী ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী বুলবুলের স্কুল পড়ুয়া মেয়েকে বেশ কিছুদিন ধরে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু পারিবারিকভাবেই তা প্রত্যাখান করা হয়েছিলো আপস মীমাংসার মাধ্যমেই যা মানতে পারেননি প্রেমিক সৈকত। নিজের ভিতরে পোষা ক্ষোভ নিয়ে বখাটে সৈকত বুধবার রাতের দিকে বাড়িতে কোন পুরুষ না থাকার সুযোগে বুলবুলের বাড়িতে যান এবং শেষবারের মতো আবারো ভুক্তভোগী শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেয়। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরুর এক পর্যায়ে সৈকত তার কাছে থাকা ছুরি দিয়ে বুলবুলের স্কুল পড়ুয়া মেয়েকে আঘাত করে। এ সময় তার দাদি লাইলি বেওয়া এবং ভাবি হাবিবা ইয়াসমিন বাধা দিলে সে তাদের গলাকেটে হত্যা করে পলিয়ে যায়। পরে গ্রামবাসী তিনজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক লাইলি বেওয়া ও হাবিবা ইয়াসমিনকে মৃত ঘোষণা করে।
নিহত লাইলি ও হাবিবার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
হত্যাকাণ্ড প্রসঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান জানান, প্রেমঘটিত বিষয় থেকেই এই জোড়া হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই সদর থানা পুলিশ ও ডিবির কয়েক ঘন্টার অভিযানে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত সৈকতকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার অপরাধ স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতার সাথে সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় গত ১৫ই জুন পিটিয়ে হত্যা করা হয়েছিল রিকশাচালক শাকিলকে আর সর্বশেষ গত ৯ জুলাই ডাকাতের উদ্দেশ্যে বগুড়ার দুপচাঁচিয়া জিয়ানগরে সংগঠিত হয়েছিল আরেকটি জোড়া হত্যাকান্ড। যার রেষ কাটতে না কাটতেই বুধবারে সংগঠিত এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সকলে।