দেশে এই প্রথম “ম্যাংগো ফেস্টিভ্যাল” আর্থিক লেনদেন হবে ৪ হাজার কোটি টাকা
.jpg)
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী ঐতিহ্যবাহী আম উৎপাদন অঞ্চল, নিরাপদ, টেকশই ও সমৃদ্ধ আম বাণিজ্যের এক নব দিগন্ত উন্মোচনের আশায় নওগাঁর সাপাহারকে বিশ্বব্যাপী পরিচিতি করতে দেশে এই প্রথম দুই দিন ব্যাপী “ম্যাংগো ফেস্টিভ্যাল” এর শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে।
জেলা প্রশাসন নওগাঁ ও উপজেলা প্রশাসন সাপাহার এর আয়োজনে শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ এর সভাপতিত্বে এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল আউয়াল জেলা প্রশাসক নওগাঁ।
প্রধান অতিথি জানান- এই উপজেলায় আম চাষীর প্রায় ২০ হাজার, ২০২৪-২৫ অর্থ বছরে লক্ষ্যমাত্রা ১.২০ লক্ষ মেট্রিক টন আম। আম বাজার কেন্দ্রিক আর্থিক লেনদেন হবে ৩.৫ থেকে ৪ হাজার কোটি টাকা।
মেলায় প্রথম দিনে ১০০ জনের জন্য বিশেষ প্রশিক্ষণ (উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ আম উৎপাদন) এবং, আমের জাত প্রদর্শনী, সেমিনার প্রোডাক্ট সিপ্টমেন্টের কুরিয়ার সুবিধা। এছাড়াও বিকেলে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের ২য় দিনে সেমিনার (আম বাজারজাত, প্রক্রিয়াকরণ ও রপ্তানী করণে আধুনিকায়ন) এছাড়াও বিকেলে থাকবে আম ভোজন প্রতিযোগিতা। শেষে সেরা আমচাষীদের পুরস্কার/সার্টিফিকেট প্রদান করা হয়।
এসময় “ম্যাংগো ফেস্টিভ্যাল” নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথি মো: আবুল কালাম আজাদ, উপ-পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি নওগাঁ। এসময় কৃষি উদ্যোক্ত ও বরেন্দ্র এগ্রোপার্কের পরিচালক সোহেল রানা জানান- বর্তমানে এই উপজেলায় ১০ হাজার হেক্টর জমিতে আম্রপালি,বারি-৪, হিমসাগর (ক্ষীরসাপাত), নাগ ফজলি, ল্যাংড়া,ব্যানানা ম্যাংগো সহ বিভিন্ন জাতের সুস্বাদু আম চাষ হয়ে থাকে, কৃষকের কষ্টের ফসলকে এবং কৃষককে বাঁচাতে হলে দ্রুত আম সংরক্ষণের ব্যবস্থা গ্রহন করতে হবে এবং ভেজাল কিটনাশক বিক্রেতাকে আইনের আওতায় আনতে হবে।
কৃষকের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম বেনু চৌধুরী, আল হেলাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম, উপজেলা জামায়তের আমীর আবুল খায়ের তরুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ সহ আরো অনেকে।
“ম্যাংগো ফেস্টিভ্যাল”এ ৪০ টি স্টল স্থান পায়, এখানে আম সহ আমের তৈরী বিভিন্ন রকমের আচার,আমসস্তÍ, আমের পিঠা, বিভিন্ন জাতের আমের চারা গাছ বিক্রয় প্রদর্শনী করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আমচাষী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।