পোরশায় থানার দালাল মজিদ আটক
নওগাঁর পোরশায় থানার দালাল খ্যাত আব্দুল মজিদ মোল্লাহ(৪০) কে আটক করেছে থানা পুলিশ। আটকৃত মজিদ উপজেলার ঘাটনগর পেদাপাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে মজিদ থানায় দীর্ঘদিন ধরে দালালী করে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় দালালী করার একাধীক অভিযোগ রয়েছে পুলিশের কাছে।
পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক জানান, মজিদের নামে দালালীর অভিযোগে পোরশা থানায় জিডি রয়েছে। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫১ধারা মোতাবেক তাকে আটক করা হয়েছে। রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :