সৈয়দপুর লায়ন্স স্কুলের মেধাবী শিক্ষার্থী আহনাফ তাহমীদের দ্বিতীয় স্থান লাভ
এবারের (২০২৫ সাল) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে দ্বিতীয় ও নীলফামারী জেলায় প্রথম স্থান অর্জন করেছে আহনাফ তাহমিদ হিসাম। সে নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগে ওই কৃতিত্বপূর্ণ ফলাফল বয়ে এনেছে। সে বোর্ডের পরীক্ষায় সর্বমোট এক হাজার তিন শত নম্বরের মধ্যে এক হাজার ২৫৮ নম্বর পেয়েছে। ভবিষ্যতে সে একজন বড় কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে ইচ্ছুক।
খোঁজ নিয়ে জানা যায়, রংপুরের বদরগঞ্জ পৌর এলাকার শঙ্করপুর মন্ডলপাড়ার বাসিন্দা সৌদি প্রবাসী হাফিজুল ইসলাম ও মোছা. আরমিনা আক্তারের ছেলে মো. আহনাফ তাহমিদ হিসাম। দুই ভাইয়ের মধ্যে বড় সে। তাঁর বাবা দীর্ঘ ২৮ বছরের বেশি দেশের বাইরে অবস্থান করছেন। বাড়িতে মায়ের সঙ্গে থেকে বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৯ সালে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে সে। এরপর ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয় বদরগঞ্জের শিবপুর বালাচড়া এলাকায় অবস্থিত ভিআইপি শাহাদাৎ হোসেন উচ্চ বিদ্যালয়ে। পরবর্তীতে ২০২২ সালে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজে অষ্টম শ্রেণিতে ভর্তি হয় হিসাম। সে সেখান থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী গোল্ডেন “এ” প্লাস পেয়েছে। সেই সঙ্গে এসএসসি পরীক্ষার সর্বমোট এক হাজার তিন শত নম্বরের মধ্যে এক হাজার ২৫৮ নম্বর পেয়েছে। এতে সে দিনাজপুর শিক্ষা বোর্ডে দ্বিতীয় এবং নীলফামারী জেলায় প্রথম স্থান অর্জন করেছে। গত শনিবার সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়া (মন্ডলপাড়া) এলাকার তাদের ভাড়া বাসায় বসে তাঁর সঙ্গে কথা হয় এই প্রতিনিধির। সে জানায়, তাঁর স্বপ্ন ও আশা ছিল এসএসসি পরীক্ষায় বোর্ড সেরা ফলাফল করবে। আলহাদুল্লিলাহ্। সৃষ্টিকর্তা আমার সেই ইচ্ছে পূরণ করেছেন। সেই সঙ্গে ভাল ফলাফলের জন্য ছিল তাঁর ভীষণ জেদ। কারণ হিসেবে সে বলে, একটি ভাল স্কুলে পড়বো, এমন স্বপ্ন ও আশা নিয়ে রংপুর ও সৈয়দপুর শহরের নামীদামী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা দেই। কিন্তু কোন শিক্ষা প্রতিষ্ঠানেই আমার ভর্তির সুযোগ মেলেনি। এতে করে আমার মনের মধ্যে একটি ভীষন জেদ পেয়ে বসে। অবশেষে গত ২০২২ সালে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের স্কুল শাখার অষ্টম শ্রেণিতে ভর্তি হয়। সেখান থেকে এবারে এসএসসিতে এই সফলতা পেয়েছি আমি। এ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাঁর মা, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও নিজের প্রচেষ্টার কথা জানায় সে। সে জানায়, বাবা প্রবাসে থাকায় লেখাপড়ায় বিষয়ে আমার মায়েই সার্বিক সহযোগিতা ও দেখভাল করেছেন। আমি যখন যেটি চেয়েছি, তা আমার মা পূরণ করেছেন। সেই সঙ্গে আমি যেভাবে পড়ালেখা করতে স্বাচ্ছন্দ্যবোধ করতাম সেভাবে পড়েছি; তাতে মা আমাকে কোন রকম বাঁধার সৃষ্টি করেননি। সে জানান, ভাল ফলাফলের জন্য স্কুল কোন ব্যাপার নয়। নিজের প্রবল ইচ্ছা শক্তি ও প্রচেষ্টায় সবচেয়ে বড়। তবে শ্রেণির বাংলা, ইসলাম ও নৈতিক শিক্ষা এবং বাংলাদেশ ও বিশ^পরিচয় মূল পাঠ্যপুস্তুক ভালভাবে আয়ত্ব করতে হবে। গণিত, উচ্চতর গণিত ও পদার্থবিদ্যা বোর্ড প্রশ্নগুলো নিয়মিত অনুশীলন করতে হবে। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতো সে। তাঁর প্রিয় খেলা ক্রিকেট এবং প্রেস বলিংয়ের বেশি আগ্রহী ছিল সে। এছাড়াও চিত্রাঙ্কন ও পেপার ক্রাপ্টে তাঁর শখ ছিল। পড়াশুনার পাশাপাশি একজন ছাত্রের বেশ কিছু দায়িত্ব কর্তব্য থাকে। সে সব নিয়মিত পালনের মাধ্যমে একজন শিক্ষার্থী আদর্শ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে উঠবে বলে সে জানায়। মেধাবী শিক্ষার্থী হিসাম ভবিষ্যতে একজন বড় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে দেশের প্রযুক্তি উন্নয়নে উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখতে চাই। সে আরো জানায়, লেখাপড়া শেষে চাকুরি নামের সোনার হরিণের পিছনে ছুঁটবে না সে। নিজে প্রযুক্তি উন্নয়নে উদ্যোক্তা হয়ে কর্মক্ষেত্র তৈরি করতে চাই সে। সেই সঙ্গে দেশের কল্যানে কাজে লাগাতে চায় তাঁর মেধা। আর এ জন্য সে সকলের দোয়া কামনা করেছে।
সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মশিউর রহমান বলেন, আহনাফ তাহমীদ নিসামের অভাবনীয় ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। সে একজন অত্যন্ত বিনয়ী ও মেধাবী ছাত্র। তাঁর মধ্যে একটি সুপ্ত প্রভিতা লুকায়িত রয়েছে তা আমরা প্রতিষ্ঠানে ভর্তির পর থেকে লক্ষ্য করেছি। তাই আমরা প্রতিষ্ঠানগতভাবে তাকে বিশেষ নজরদারিতে রেখেছিলাম। সে প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত ভালো ফলাফল বয়ে আনবে আগে থেকেই সেটি আমরা আশা করেছিলাম। আর সেটি করে দেখিয়েছে সে। আশা করি ভবিষ্যতে মেধাবী আহনাফ তাহমীদ হিসাম অনেক অনেক বড় মানুষ হবে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: