আদমদীঘিতে বিএনপির কর্মী সভা

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের ৭নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২০ জুলাই) কেশরতা শহীদ জিয়া স্মৃতি সংঘ ক্লাবের আয়োজনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। শহীদ জিয়া স্মৃতি সংঘের সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিল্টন হোসেন এর সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সহ-সভাপতি কামরুল হাসান মধু, গোলাম মোস্তফা, দেলোয়ার হোসেন ছানা, বিএনপি নেতা আনোয়ার হোসেন, দুলাল হোসেন, কৃষকদল নেতা হাজী আয়েন উদ্দিন, আব্দুল কুদ্দুস, যুবদল নেতা রেজাউল করিম বাপ্পী, এস.এম নয়ন হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি কর্মী দিলবর ফকির, আলাউদ্দিন সরকার, এনামুল, আব্দুল জলিল, আসাদ, মসলিম মন্ডল প্রমূখ।