নন্দীগ্রামে মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে ২২শে জুলাই (মঙ্গলবার) দুপুর ১২ টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে মুদি ব্যাবসায়ীকে জরিমানা করা হয়েছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের শিমলা বাজার মনিটরিংকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর (৩৮) ধারায় মুদি দোকানের স্বত্বাধিকারী আব্দুল বাকী (২৭) কে ৩ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু। ওই সময় নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তা ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সংবাদ: নন্দীগ্রাম
১৩ মে, ২০১৯
২১ মে, ২০১৯
২৬ মে, ২০১৯
৩০ মে, ২০১৯