পোরশায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
নওগাঁর পোরশায় পারিবারিক কলহের জেরে রাতের অন্ধকারে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করার পর রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন স্বামী।
নিহত স্বামী-স্ত্রী হলেন- আব্দুল হাই বাবু (৬০) ও মমেনা বেগম(৩৫)।
মঙ্গলবার দিবাগত রাতে পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের শিতলী ডাঙ্গাপাড়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার দিবাগত গভীর রাতে নিজেদের শয়নকক্ষে আব্দুল হাই প্রথমে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর নিজে ফ্যানের সাথে রশিতে ঝুলে আত্মহত্যা করেন।
সকালে বিষয়টি জানাজানি হয়। থানা পুলিশ খবর পেয়ে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করেছেন।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :