সৈয়দপুরে ৩৭ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস্ ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস্ (এসইডিপি) স্কিমের আওতায় ২০২২ ও ২০২৩ সালের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আ লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু তাহের খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহরের আল-ফারুক একাডেমির কৃতী শিক্ষার্থী উম্মে হাবিবা ও লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ফেরদৌস আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান শুরুতেই রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে গত ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, দাখিল, এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) এবং আলিম পরীক্ষায় সৈয়দপুর উপজেলায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের মাঝে ওই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৭ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে নীলফামারী জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. মশিউর রহমান, সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সানফ্লাওয়ার স্কুল এন্ড করেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সোনাখুলী মুন্সিপাড়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আহম্মদ আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, শ্রেষ্ঠ শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।