বগুড়ায় সন্ত্রাস রুখতে এসপি'র ব্যতিক্রমী উদ্যোগ

বগুড়ায় গত ২৪শে জুলাই বৃহস্পতিবার বগুড়া জেলা পুলিশের উদ্যোগে সন্ত্রাস রুখতে প্রচার-প্রচারণা করেন। উক্ত প্রচার-প্রচারণাটি বগুড়ার পুলিশ সুপার (এসপি) জেদান আল মূসা নিজ উদ্যোগে তার সহকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরনের মাধ্যমে এই প্রচারণা চালানো হয়।
তিনি এই লিফলেট বিতরণের মাধ্যমে শহরের জনসাধারণের মধ্যে সচেতনা মূলক চিন্তা চেতনা বোধ সৃষ্টির জন্য এই উদ্যোগ গ্রহণ করেন। এসময় তিনি বলেন যে, আপনার সন্তান ও তরুণদের ছুরি বহন বা ব্যবহার থেকে দূরে রাখুন, ঝগড়া বা বিরোধ মীমাংসা শান্তিপূর্ণ ভাবে করুন, অপরাধীদের আশ্রয় বা সমর্থন দেবেন না, ছুরি হামলা ফৌজদারি অপরাধ। প্রচলিত আইনে সাজা ও জেল অনিবার্য সহিংস ঘটনায় সমাজের সকলে মিলে প্রতিবাদ গড়ুন, সহিংসতায় বীরত্ব নেই। আছে আজীবন লজ্জা, অন্যের জীবনে আঘাত মানে নিজের জীবনও ধ্বংস,ছুরি-চাকু হামলার খবর গোপন নয় পুলিশকে জানান, প্রয়োজনে যে কোন সময়, যে কোন দিন, সহিংসতার ঘটনায় নিকটস্থ থানা পুলিশ অথবা ৯৯৯-এ কল করুন। এছাড়াও পরিশেষে তিনি আরো বলেন যে, ছুরি হাতে নয়, হাত মেলাতে শিখি মানবতার আলোয় শহরটাকে দেখি রাগে নয়, ভালোবাসায় থাকুক বিজয় সহিংসতা রুখতে সচেতন হই সবাই এই স্লোগান এই প্রতিপাদ্যের মাধ্যমে বগুড়া বাসীর পরিবর্তনে এই ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন তিনি।