সৈয়দপুরে আর্মি ইউনিভিার্সিটিতে অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (৩০ জুলাই) সকালে বিশ^বিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টারদপ্তরের আয়োজনে প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের সামনে ওই অ্যাম্বুলেন্স পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার,পিএসসি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার (অবঃ), ট্রেজারার লে. কর্নেল ড. মো. শামীম রেজা (অবঃ) এবং পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল সৈয়দ সালাহ্উদ্দিন নয়ন (অবঃ) প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীনবৃন্দ, বিভাগীয় ও দপ্তর প্রধান, শিক্ষক ও কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ^বিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি বলেন, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএইউএসটি) সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা - কর্মচারীদের জরুরী স্বাস্থ্য সেবায় দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যেই এই অ্যাম্বুলেন্স পরিষেবার যাত্রা শুরু হলো। আমরা বরাবরই বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি বলে জানান তিনি।
অনুষ্ঠান শেষে বিশ^বিদ্যালয়ের অ্যাম্বুলেন্স সেবার সাফল্য ও টেকসই কামনা করে বিশেষ দোয়া করা হয়।