সৈয়দপুরে গত দুই দিনে তিন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুরে গত দুই দিনে আওয়ামী লীগের তিনজন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার ও এর আগে দিন সোমবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করেছেন সৈয়দপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, আজহার আলী (৬২), মো. নুর আলম ওরফে দয়াল (৩৫) এবং আশরাফুল হক। এদের মধ্যে আজহার আলী সরকার উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগে সভাপতি, নুর আলম ওরফে নয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং আশরাফুল হক সৈয়দপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গতকাল বুধবার ও গত মঙ্গলবার তাদের নীলফামারী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত গভীর রাতে সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমারের নেতৃত্বে এক দল পুলিশ সদস্য অভিযান চালিয়ে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিন সোনাখুলি সরকারপাড়ার নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আজহার আলীকে গ্রেফতার করে। তিনি ওই এলাকার মৃত. নেছার উদ্দিন সরকারের ছেলে। একই দিন রাতে পুলিশ অভিযান চালিয়ে নুর আলম ওরফে দয়ালকে (৩৫) সৈয়দপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ওয়াপদা নতুনহাট ফকিরপাড়ার বাড়ি থেকে গ্রেফতার করে। সে ওই এলাকার মো. আকবর আলীর ছেলে। গ্রেপ্তারকৃতদের গত বছরের ৪ আগস্ট সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় থেকে দিনাজপুর মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা,অগ্নিসংযোগ,নাশকতা, লুটপাটের ঘটনায় থানায় দায়েরকৃত মামলার তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। আর গত ৬ সেপ্টেম্বর সৈয়দপুর থানায় ওই মামলাটি করেছেন বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনখুলী বদিউদপাড়া তমদ্দি প্রামানিকের ছেলে মো. নুর ইসলাম (৫৩)। এ মামলায় ৬৩ জনের নাম উল্লেখপূর্বক আরো ২০০/৩০০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। মামলা নং-৪, তারিখ: ৬/০৯,২০২৪ইং।
এছাড়াও গত সোমবার রাতে সৈয়দপুর থানা পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হককে গ্রেফতার করেছে। আশরাফুল হক গত বছরের ৩১ আগস্ট বিএনপি অফিসের সামনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে গ্রেফতার করা হয়। আর ওই মামলাটি দায়ের করেন সৈয়দপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহরের নতুন বাবুপাড়ার মো. শেখ আশিফুর রহমান বাবলু। এ মামলায় ৯০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ৩০০/৪০০জনকে আসামী করা হয়েছে। মামলা নং -২০,তারিখ: ৩১/০৮/২০২৪ইং।
গত দুই দিনের পৃথক পৃথক স্থান থেকে আওয়ামী লীগের তিনজন নেতা কর্মীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ফইম উদ্দিন। তিনি জানান, আসামীদের আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।