নন্দীগ্রামে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে জামায়াত প্রার্থী ড. ফয়সাল পারভেজে'র গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে জামায়াত নেতাকর্মীদের নিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে গনসংযোগ করেছে বগুড়া-০৪ (নন্দীগ্রাম -কাহালু ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড.মোস্তফা ফয়সাল পারভেজ। গত শুক্রবার (০১আগস্ট) সকাল ১০টায় নন্দীগ্রাম উপজেলা জামায়াতের নেতাকর্মীদের নিয়ে সদর ইউনিয়নের উমরপুর হাট বাজারে পথচারীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষদের সাথে গণসংযোগ করেন তিনি। এসময় সঙ্গে থাকা জামায়াত নেতা কর্মীরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে স্লোগান দেন। গণসংযোগ শেষে বিকেল ৩টায় নন্দীগ্রাম উপজেলা জামায়াত কার্যালয়ে যুব বিভাগের কর্মীদের সঙ্গে দায়িত্বশীল বৈঠক করেন ড. মোস্তফা ফয়সাল পারভেজ। দায়িত্বশীল বৈঠকে উপজেলা যুব বিভাগ থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের যুব বিভাগের কর্মীদের গতিশীল হওয়ার তাগিদ দেন। দায়িত্বশীল বৈঠক শেষে বিকেল ৪টায় সদর ইউনিয়নের ডেরাহার এলাকায় গণসংযোগ করেন ড. মোস্তফা ফয়সাল পারভেজ। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা ইবনে সিনা ট্রাস্টের সিনিয়র এ.জি.এ.ম মো: শফিকুল ইসলাম, বগুড়া জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু। নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান, সাবেক আমির মো. আনোয়ারুল হক, সেক্রেটারি গোলাম রব্বানী, নন্দীগ্রাম উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মনিরুল ইসলাম মুুমিন, উপজেলা কর্ম পরিষদের সদস্য রুহুল আমিন যুক্তিবাদী, উপজেলা যুব বিভাগের সভাপতি শেখ সাদী , পৌর যুব বিভাগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, নন্দীগ্রাম উপজেলা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বোরহান উদ্দিন, পৌর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, পৌর সেক্রেটারি আব্দুল আলিম, পৌর বায়তুল মাল সম্পাদক আব্দুস সাত্তার, পৌর ছাত্রশিবির সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি, আব্দুল কাদের, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক হুসাইন মুহাম্মাদ মানিক, প্রত্যাশা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নাজমুস সাকিব, শিবিরিনেতা মতিউর রহমান, আতিকুল ইসলাম, জাকারিয়া, আরিফুল ইসলাম, জাকারিয়া, জাময়াত নেতা আব্দুল হামিদ, সুলতান আহমেদ, একরামুর রেজা টুকু, সাইফুল ইসলাম, জুলফিকার আলী সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের জামায়াত শিবিরের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।