নন্দীগ্রামে জোরপূর্বক ধানি জমি দখলের চেষ্টা, প্রেস ক্লাবে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বগুড়ার নন্দীগ্রামে জোরপূর্বক ধানি জমি দখলের চেষ্টা, নিরুপায় হয়ে নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের থালতাপাড়া এলাকার মৃত আলহাজ্ব আব্দুল গফুর প্রামাণিকের ছেলে ভুক্তভোগী খাইরুল ইসলাম (বাবলু)। লিখিত সংবাদ সম্মেলনে বাবলু বলেন, আমার নাগড়া মৌজার জেএল নং ১৫০/ খতিয়ান-এম আর আর ১৫, নতুন খতিয়ান-১৭৮ ডিপি-২৫৯, সাবেক দাগ-৪৮, হালদাগ-১৫৬, দলিল নং- ৭৬/৩৬, তারখি. ০৭/১২/২০০০ইং তার পরিমান ৩৫ শতক তফশিল ভুক্ত সম্পত্তি, কবলা সূত্রে খারিজ করিযা দীর্ঘ ২৪ থেকে ২৫ বৎসর যাবত ভোগ দখল করিয়া আসিতেছি। এরই মধ্য গত ২২/৭/২০২৫ ইং তারিখে হঠাৎ করিয়া একই গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে গোলজার রহমান জোরপূর্বক ৪৮/১৫৬ দাগের পশ্চিমপাশে আনুমানিক ১০/১২ শতক জমিতে খুঁটি গাড়িয়ে উক্ত জমিতে হাল চাষ করেছে। উক্ত জমিতে না যাওয়ার জন্য আমাকে ও আমার ছেলেদেরকে মারপিট হত্যাসহ নানা প্রকার হুমকি ধামকি দিচ্ছে। আমার ছেলেপেলে বিভিন্ন জায়গায় চাকরি রত রয়েছে। যার কারণে তারা বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি ।