আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বগুড়ার আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রবিবার (৩ আগস্ট) বেলা ১২টায় উপজেলা সদরের তেঁতুলিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান স্মৃতি সড়কের দুই পাশে কাঁঠাল ও মেহেগনির শতাধীক গাছ রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এসময় উপস্থিত ছিলেন বেডোর পরিচালক আতোয়ার হোসেন, উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুর রউফ, অধ্যক্ষ সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, দন্ত চিকিৎসক আমিনুল ইসলাম সুমন, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তরিকুল ইসলাম, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পাল, স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন, সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন যুব কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবীব তুহিন, হাসিবুল ইসলাম শাকিল ও মামুন প্রমূখ।