আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আহত রাকিবের ৬ দিন পর মৃত্যু

বগুড়ার আদমদীঘি-আবাদপুকুর সড়কের তালশন মাগুরপট্টি নামক স্থানে বৈদ্যুতিক পোলের সাথে ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত রাকিব হাসান (২৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি....রাজেউন)। দুর্ঘটনার পর দীর্ঘ ৬ দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে পারি জমালেন যুবক রাকিব হাসান। গতকাল রোববার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাকিব হাসান উপজেলা সদরের কুসুম্বী গ্রামের ফেরদৌস হোসেন ভুট্টুর ছেলে।
জানা গেছে, গত ২৯ জুলাই রাকিব হাসান বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে আদমদীঘি বাজারে যাওয়ার পথে উপজেলা সদরের তালশন মাগুরপট্টি নামক স্থানে গিয়ে একটি বৈদ্যুতিক পোলের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। সেখানে ৬ দিন চিকিৎসাধীন থেকে গতকাল রোববার দুপুরে সে মারা যায়। তার এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত রাকিবের পরিবার সূত্রে জানা গেছে, রাকিব গত ওই দিন মোটরসাইকেল যোগে আদমদীঘি বাজারের উদ্দেশ্যে বাড়ী থেকে হলে আদমদীঘির তালশন মাগুরপট্টি নামক স্থানে পৌছলে একটি বৈদ্যুতিক পোলের সাথে ধাক্কা লেগে গুরুত্ব আহত হয়। খবর পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।