বগুড়ায় কৃষি কর্মকর্তার কাছে কোটি টাকা চাঁদা দাবি

বগুড়ার কৃষি বিভাগের এক কর্মকর্তার কাছে কোটি টাকা চাঁদার দাবিতে মব সৃষ্টির চেষ্টা ও ব্ল্যাকমেইল করা হয়েছে। এতে আসামী পক্ষ ব্যর্থ হয়ে ভুক্তভোগী কৃষি কর্মকর্তাকে মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। সেই সাথে উক্ত কর্মকর্তার ছবি এডিটিং করে নারীসঙ্গ দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সংঘবদ্ধ চক্রটি। পরবর্তীতে চাঁদা দাবি, ছিনতাই ও পর্নোগ্রাফি আইনে এক নারীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মশিদুল হক বগুড়ার কৃষি বিভাগের জেলা বীজ প্রত্যয়ন অফিসের উপ-পরিচালক।
মামলা সূত্রে জানা যায় যে, গত ২৭শে জুলাই বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ০২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতানামা ৬/৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন কৃষি কর্মকর্তা মশিদুল হক। আদালতের বিচারক মেহেদী হাসানের আদেশে গত শুক্রবার ১লা আগস্ট বগুড়া সদর থানায় মামলাটি রেকর্ড হয়। উক্ত আসামিরা শহরের মালগ্রাম এলাকার রত্না পারভীন নিপা এবং সেউজগাড়ীর সৌরভ।
উক্ত অভিযুক্তরা সরকারি কর্মকর্তাদের টার্গেট করে ব্ল্যাকমেলের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগী কৃষি কর্মকর্তা মশিদুল হক ০৪ মাস আগে বগুড়া জেলা বীজ প্রত্যয়ন অফিসে যোগদান করে এবং তার পরই প্রতিবন্ধকতার মুখোমুখি পরে। কর্মস্থলে আসা-যাওয়ার পথিমধ্যে অজ্ঞাত ব্যক্তিরা তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে। গত ১৫ই জুন অফিস থেকে বাসায় ফেরার পথে শহরের জলেশ্বরীতলা ইয়াকুবিয়া মোড়ে পথ রোধ করে আসামিরা তাকে কৌশলে তুলে নিয়ে যায়। চাকু ঠেকিয়ে নারীকে কাছে বসিয়ে অন্তরঙ্গ ছবি তুলে নেয়। তাকে ব্ল্যাকমেইল করে এক দিনের মধ্যে ২০ লাখ টাকা দাবি করে এবং আই ফোন ছিনিয়ে নেয়। চাঁদা না পেয়ে নারীর সঙ্গে অন্তরঙ্গ ছবি এডিটিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। অভিযুক্তরা কৃষি কর্মকর্তার বাসার সামনে গিয়ে মব সৃষ্টির চেষ্টা করে। এছাড়াও চাঁদা না দেয়ায় মিথ্যা মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা করছে অপরাধী চক্রটি। এব্যাপারে বগুড়া সদর থানায় একটি জিডি করা হয়েছে।
এবিষয়ে গত ৪ঠা আগস্ট সোমবার বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন যে, উক্ত কৃষি কর্মকর্তার দায়ের করা মামলার তদন্ত চলছে। তার বিরুদ্ধেও এক নারী বাদী হয়ে মামলা করেছে। উক্ত মামলাটি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত বিধি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।