শাজাহানপুরে সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বগুড়ার শাজাহানপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর সাবেক কৃষি ও যোগাযোগ মন্ত্রী নৌ বাহিনী প্রধান এয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহষ্পতিবার উপজেলা বিএনপি ও মৎস্যজীবি দলের উদ্যোগে পৃথক পৃথক ভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এর আগে বাদ জোহর মহিউসুন্নাহ মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎতের পরিচালনায় অন্যদের মধ্যে অংশ নেন সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি, সহ-সভাপতি মোজাফফর রহমান, মঞ্জুর কাদের মন্টু, সিনিয়র যুগ্ম-সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, বাদশা আলম, মতিউর রহমান মতি, আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক মামুন, প্রচার সম্পাদক নুরুল আজাদ, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মশিউর রহমান রকি, বিএনপি নেতা শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, আবুল বাশার, কামরুজ্জামান রাজা, মোশারফ হাসান, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, যুবদল সাবেক নেতা আবু বক্কর সিদ্দিক রিপন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাজেদুর রহমান সাজু, শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবাহান পুটু, শ্রমিক দল নেতা বাবলু মন্ডল, জাসাস সভাপতি আনোয়ার, সাধারণ সম্পাদক বিপুল মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে বাদ আসর দুবলাগাড়ী এতিমখানায় মরহুম মাহবুব আলী খানের ৪১ তম মৃত্যু বার্ষিকীতে রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ইবনে সাউদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অংশ নেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি। মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক সানোয়ারের পরিচালনায় অন্যদের মধ্যে অংশ নেন সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, মৎস্যজীবি দল নেতা সুমন, তরিকুল, রুহুল আমিন, রেজাউলসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।