রাস্তা কেটে কালভার্ট নির্মাণের অভিযোগ
বগুড়ার নন্দীগ্রামে জমির পানি প্রবাহের জন্য রাস্তা কেটে কালভার্ট স্থাপনের অভিযোগ উঠেছে। গত ৪আগস্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন, উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের নাগড়া গ্রামের আশিকুর রহমান। অভিযোগে তিনি বলেন, একই এলাকার আদম, আইয়ু, খালেক ও রাসেল, অবৈধভাবে আমার জমির পাশ দিয়ে রাস্তা কেটে ফেলে একটি নতুন কালভার্ট স্থাপন করেছে যার ফলে আমার জমি বিভক্ত হয়ে গেছে এবং জমির উৎপাদনশীলতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তাটি কাটা ও কালভার্ট স্থাপনের ফলে পানি প্রবাহের পথ বাধাগ্রস্ত হচ্ছে ,যার কারণে আমার কৃষি জমিতে বন্যা পরিস্থিতি হয়েছে। পূর্বে বিষয়টি প্রশাসনিক কর্তৃপক্ষকে জানালেও পরিস্থিতি এখনো উন্নত হয়নি। বর্তমানে পানি প্রবাহের ফলে আরো ক্ষতি হচ্ছে। তিনি আরও বলেন, দুঃখজনক বিষয় হচ্ছে ,যখন আমার পিতা এই সমস্যাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে এবং পুরানো কালভার্টটি পুনরায় চালু করার অনুরোধ করেন। তখন তাকে অসম্মানিত এবং হেনস্থা করা হয়। অভিযুক্তরা তাকে গালাগালি করে এবং শারীরিক ভাবে অপমানিত করে যা আমাদের পারিবারিক মর্যাদার জন্য অত্যন্ত অপমানজনক ছিল। তাই অবৈধ ভাবে রাস্তাটি কেটে এবং কালভার্ট স্থাপন করেছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান আশিকুর রহমান। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানুর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এল জিডি কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে উক্ত বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য।

নন্দীগ্রাম (বগুড়) প্রতিনিধি :