কাহালু পৌর এলাকার উলট্র পূর্বপাড়ায় পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় ১৬টি পরিবারের চরম দূভোগ

বগুড়ার কাহালু পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উলট্র পূর্বপাড়ায় রাস্তা সংস্কার ও পানি নিস্কাশনের ড্রেন না থাকায় চলতি বর্ষা মৌসুমে ১৬টি পরিবার চরম দূভোগে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এ যেন পৌর এলাকা নয় পাড়া গ্রামের এক জরার্কীন এলাকার পরিবেশ। পৌরসভার উলট্র পূর্বপাড়ায় মোহাম্মাদের বাড়ী হতে পুন্ডু বাড়ী পর্যন্ত এই রাস্তাটি দীর্ঘদিন ধরে নতুন করে নির্মাণ ও সংস্কার না করায় এবং বর্ষা মৌসুমে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতে পানি রাস্তার উপরে উঠে জলাবদ্ধতা ও কাঁদা পানিতে পরিনত হয়েছে। উলট্র পূর্বপাড়ায় জিল্লুর রহমান, মামুন, ফজলুর রহমান, মিজানুর রহমান, আক্কাছ আলী, আফছার আলী, হাসিবুল, আব্দুল মজিদ, সবদুল, মকবুল হোসেন, খালেদা বেগম, মোশের্দা বেগম, মাজেদা বেগম ও মাকসুদা বেগম এই ১৬টি পরিবারের অভিযোগ তাদের অনেকের বাড়ীর দুয়ার পর্যন্ত পানি উঠেছে। তারা বলেন, আমরা পৌর কর প্রদান করি কিন্তু আমরা পৌরসভা থেকে কোন উন্নয়নমূলক কাজ পাচ্ছি না। আমরা দীর্ঘদিন ধরে আমাদের মহল্লার সমস্যার কথা পৌর কর্তৃপক্ষকে বলে আসছি কিন্তু তারা আমাদের রাস্তা সংস্কার ও ড্রেনের ব্যবস্থা করেনি।
উলট্র পূর্বপাড়ায় জিল্লুর রহমান জানান, আমি বিগত দিনে এলাকার জনপ্রতিনিধি ও পৌর কর্তৃপক্ষকে বলে আসছি তারা আমাদের রাস্তার কাজ করার আশ্বাস দিলেও আজ পর্যন্ত কোন কাজ হয়নি। ফলে আজ আমরা পাড়ার প্রায় ১৫/১৬ টি পরিবার চরম দূভোগ পড়েছি। সামান্য বৃষ্টি হলেই রাস্তার উপরে পানি উঠে।
উক্ত পাড়ার মাজেদা বেগম জানান, রাস্তার কাঁদা পানিতে চলাচলের কারণে আমাদের অনেকের পায়ে ঘাঁ ধরেছে। ছোট্র ছোট্র শিশু বাচ্চারাও চরম দূভোগে পড়েছে। ভুক্তভোগী ১৬টি পরিবারের দাবী দ্রুত উক্ত রাস্তা নতুন করে নির্মাণ এবং পানি নিস্কাশনের ব্যবস্থা করে চরম দুভোগের হাত থেকে রক্ষার করার জন্য পৌর কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।
কাহালু পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত পৌর কার্যসম্পাদন সদস্য ও উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম জানান, এ বিষয়ে আমাকে পাড়ার কেউ জানায়নি, তবে আমি খোঁজখবর নিবো।এ ব্যাপারে কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কাহালু পৌরসভার প্রশাসক রেবেকা সুলতানা ডলি এর সাথে কথা বলা হলে তিনি জানান, এ বিষয়টা আমার জানা নেই, আমি দেখছি।