কাহালুতে বিএনপির উদ্যোগে প্রীতি ম্যাচ ফুটবল খেলা অনুষ্ঠিত

গত শুক্রবার বিকেলে বগুড়ার কাহালু সরকারি কলেজ মাঠে কাহালু উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতায় ও উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম মুক্তারের আয়োজনে এক প্রীতি ম্যাচ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
প্রীতি ম্যাচ ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুরইল ইউ পির সাবেক চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন প্রমুখ।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ক্রীড়া মুদি দর্শকবৃন্দ।
খেলায় কাহালু সেনালী অতীত (১-০) গোলে হারিয়ে নন্দীগ্রাম সেনালী অতীত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা পরিচালনা করেন রফিকুল ইসলাম মুক্তার। তাকে সহযোগিতা করেন জাফারিয়া ও দিপু।