পোরশায় সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে জবাই করে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন নওগাঁর পোরশা উপজেলার সাংবাদিকরা। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার সারাইগাছী বাজারের জিরো পয়েন্টে উপজেলা সাংবাদিক সমাজ এর ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক এম রইচ উদ্দিন, সাংবাদিক ডিএম রাশেদ, সাংবাদিক আমির উদ্দিন, সাংবাদিক কামরুজ্জামান, সাংবাদিক ইসমাইল হোসেন প্রমুখ। এসময় পোরশা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশে উপস্থিত সাংবাদিকরা নিহত সাংবাদিক তুহিনের হত্যাকারী ও সাংবাদিক আনোয়ার হোসেনের উপর হামলাকারী সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার জোর দাবি জানান তারা।