সৈয়দপুরে ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ প্রকল্পের শিক্ষার্থীরা পতিত জমিতে বৃক্ষরোপণ করল

নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ প্রকল্পের শিক্ষার্থীরা পতিত জমিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। গতকাল রোববার (১০ আগস্ট) নীরফামারীর সৈয়দপুর শহরের কাজীপাড়া এলাকায় সংস্থার কাপ-আপ প্রকল্পের শিখন কেন্দ্র মাতুরডাঙ্গা ডাম সিএলসি ও কাজীপাড়া জফরদিপাড়া ডাম সিএলসির যৌথ উদ্যোগে ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপন করা হয়।
“গাছ লাগিয়ে যত্ন করি, নির্মল বাতাসে জীবন গড়ি” শ্লোগান সামনে রেখে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন কাপ-আপ প্রকল্পের সৈয়দপুর ফিল্ড অফিসের ফিল্ড ম্যানেজার মো. আসাদুল্লাহ্।
এ সময় অন্যান্যের মধ্যে প্রকল্পের মাতুরডাঙ্গা ডাম সিএলসির সিএমসি সভাপতি লিলি খাতুন, ঢাকা আহ্ছানিয়া মিশনের সৈয়দপুর ফিল্ড অফিসের মাস্টার ট্রেইনার তৌহিদুল ইসলাম পাটোয়ারী, ফিল্ড সুপারভাইজার মোছা. রুমা, প্রকল্পের শিক্ষক আশা পারভীন, নিশা আফরিন, নাজমিন জাহান ইলোরা ও আরজিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশীয় জাতের কাঁঠাল, জলপাই, পেয়ারা, তেঁতুল, চালতা, আমলকী ও বনজ মেহগনি গাছের শতাধিক চারা বিতরণ ও রোপণ করা হয়। বিতরণকৃত এসব চারা শিক্ষার্থীরা তাদের বসতবাড়ির আঙিনায় ও বাড়ির পাশে পতিত জমিতে রোপণ করবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ প্রকল্পের আওতায় সৈয়দপুর পৌর এলাকায় ২৫ টি শিখন কেন্দ্রের উদ্যোগে চলতি বর্ষা মৌসুমে শহরের বিভিন্ন এলাকার পতিত জমিতে বিভিন্ন রকম ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হবে।