আদমদীঘিতে মৎস্য হ্যাচারী মালিকের কারাদন্ড আফ্রিকান মাগুর চাষ করায় অপর হ্যাচারী সিলগালা
.jpg)
বগুড়ার আদমদীঘিতে লাইসেন্স বিহীন হ্যাচারী ব্যবসা চালানোর অপরাধে কুদ্দুস আলী খান (৫৩) নামের এক হ্যাচারী মালিককে অর্থদন্ডসহ বিনাশ্রম কারাদন্ড ও নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করার অপরাধে জনৈক ইমরুল সাহার হ্যাচারী সিলগালা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট। গত বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেলে যৌথবাহিনীর অভিযানে ডহরপুর হ্যাচারী মালিককে কারাদন্ড ও তালসন পালপাড়া ইমরুল সাহার হ্যচারী সিলগালা করা হয়। দন্ডপ্রাপ্ত কুদ্দুস আলী খান আদমদীঘি উপজেলা ডহরপুর গ্রামের সোলেমান আলী খানের ছেলে। অভিযানে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, গত বৃহস্পতিবার বিকেলে আদমদীঘি উপজেলা নিবার্হি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট নিশাত আনজুম অনন্যার নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল আদমদীঘি সদরের ডহরপুর গ্রামে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় লাইসেন্স বিহীন হ্যাচারী ব্যবসা চালানোর অপরাধে মৎস্য হ্যাচারী আইন ২০১০ এর ১৮ (১) ধারামতে হ্যাচারী মালিক কুদ্দুস আলী খানের ৫ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ লাখ টাকাসহ এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট নিশাত আনজুম অনন্যা। এ ছাড়া নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করার অপরাধে তালশন পালপাড়া জনৈক ইমরুল সাহার হ্যাচারী সিলগালা করেন ভ্রাম্যমান আদালত। হ্যাচারী মালিক ইমরুল সাহার মোবাইল ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, দন্ডপ্রাপ্ত কুদ্দুস আলী খানকে ওইদিন জেলা কারাগারে পাঠানো হয়েছে।