পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত নারীর মৃত্যু

নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত অজ্ঞাত নারী (৬০) মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টায় অজ্ঞাত ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের ১১নং বেডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয়রা জানান, ওই নারী বেশ কিছুদিন ধরে ঘাটনগর ইউপির বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাকে দেখে মানসিক ভারসাম্যহীন বলে মনে হতো। তার নাম ঠিকানা জিজ্ঞেস করলে তিনি বলতে পারতেন না।
শুক্রবার দিবাগত রাত ১১টায় ঘাটনগর ইউনিয়নের পরিষদের গ্রাম পুলিশ আব্দুর রহিম অজ্ঞাতনামা ওই নারীকে অসুস্থ্য অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করান। এবং ওই রাতেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান। ##