শাজাহানপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মহাপরিচালকের পরিদর্শন ও বৃক্ষরোপণ

বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
গতকাল শনিবার বেলা ১২ টায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেবা কার্যক্রমের খোঁজখবর নেন।
পরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শাহনাজ পারভীনের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন,সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ,স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ডা. শহিদুল ইসলাম, মেডিক্যাল টেকনোলজিস্ট টিপিআই হাসিনা খাতুন,বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন,সহসভাপতি মঞ্জুরুল কাদের মন্টু,যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম,বিএনপি নেতা রফিক,শ্রমিক দলের বাবলু মন্ডল প্রমুখ।
এসময় স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।