বগুড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা উদযাপন

বগুড়ায় ঢাক ঢোল পিটিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা উদযাপন। এতে বগুড়া পূজা উদযাপন ফ্রন্ট ও পূজা উদযাপন পরিষদের পৃথক পৃথক আয়োজনের মাধ্যমে মঙ্গল শোভাযাত্রার আনন্দ র্যালি বের করা হয়।
উক্ত আনন্দ শোভাযাত্রাটি গত শনিবার সকালে (১৬ই আগস্ট) শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ নানা সাজে সুসজ্জিত হয়ে বিভিন্ন ভাবে আনন্দ প্রকাশ করে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে ০৫ হাজার বছর আগে পাশবিক শক্তি যখন ন্যায়, নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়। তখন সেই অশুভ শক্তিকে দমন করে কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অবতার হিসাবে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য যুগে যুগে ধরে ভগবান মানুষের মধ্যে অবতীর্ণ হয় এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন। সনাতন (হিন্দু) পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়। তখন এই জন্মাষ্টমীর শোভাযাত্রা পালিত হয়। উক্ত মঙ্গল শোভাযাত্রায় বগুড়া শহরের সনাতন ধর্মাবলম্বীরা অংশ গ্রহণ করে।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে উক্ত শোভাযাত্রার আগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা, পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা, জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শহর বিএনপি'র সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নির্বাহী সদস্য দিলীপ কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব গৌর চন্দ্র পোদ্দার, পূজা উদযাপন পরিষদ বগুড়ার সভাপতি পরিমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক নির্মল রায়, পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক সুজিত কুমার তালুকদার প্রমূখসহ আরো অনেকে।