যুবনেতা অতুল উপর হামলার প্রতিবাদে দলীয় কার্যলয়ের সামনে মানবন্ধন

বগুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা যুবদলের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বগুড়া সদর উপজেলা যুবদলের আহব্বায়ক অতুল চন্দ্র দাসের উপর বর্বরচিত সন্ত্রাসী হামলার ঘটানায় জরিতদের অবিলম্বে দ্রুত গ্রেফতারের দাবি জানায় নেতা কর্মীবৃন্দরা।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে গত শনিবার (১৬ই আগস্ট) প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। এসময় তিনি বলেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সদর উপজেলার সংগ্রামী আহ্বায়ক অতুল চন্দ্র দাস এর উপর চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক হত্যার উদ্দেশ্যে হামলাকারীদের অতি দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করতে হবে। নইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর চেয়েও আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হবে বলে প্রশাসনকে হুঁশিয়ারি প্রদান করেন। তাই প্রশাসনকে যত দ্রুত সম্ভব চিহ্নিত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের কাঠগড়াই দাঁড় করানোর জোর দাবি জানান তিনি।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি নেতা মাফতুন আহমেদ খান রুবেল, শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শোহরিয়ার গোর্কী, সদর উপজেলা বিএনপি, যুবদল, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সর্বস্তরের দলীয় নেতা-কর্মীরা উক্ত মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করে।