আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি- প্রতিপাদ্যেকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে। মাছের অভয়াশ্রম তৈরি করে আমরা দেশীয় প্রজাতির মাছ রক্ষা করতে পারি, যা আমাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণ ও মৎস্যচাষিদের সমন্বিত প্রচেষ্টাই এ লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আত্রাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপী, পিআইও মো. আব্দুল মান্নান, আত্রাই উপজেলা বিএনপিথর সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আসাদুল্লাহ আল গালিব, ইউপি চেয়ারম্যানবৃন্দ খবিরুল ইসলাম, সম্রাট হোসেন, নাজিমুদ্দীন ও আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা কমান্ডার আব্দুল মান্নান, ইসলামী আন্দোলন আত্রাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, এসআই ওয়াবায়দুল, মৎস্যজীবী সুকচাঁদ ও সফল মৎস্যচাষি জলিল মণ্ডল প্রমুখ। আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষি মালা বক¯ মন্ডল, শহিদুল ইসলাম ও আব্দুল জলিল মন্ডলকে উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।