আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

সমাজের অন্ধকারে জ্বলে ওঠা ক্ষুদ্র প্রদীপই অনেক সময় আশার আলো ছড়িয়ে দেয়। সড়কের ভিড়-ভাট্টা, যানজট আর দায়িত্ব সামলানোর পাশাপাশি মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বগুড়ার ট্রাফিক সার্জেন্ট সত্যবান সরকার।
সোমবার বিকেলে আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষার্থীদের চোখেমুখে ফুটে ওঠে অদম্য আনন্দের ঝিলিক। ছোট ছোট হাতের মুঠোয় ধরা খাতা-কলম যেন আঁকছিল তাদের স্বপ্নের রঙিন ভবিষ্যৎ।
সার্জেন্ট সত্যবানের সাথে আলাপকালে জানান, একটি জাতির বিকাশ ও উন্নয়নের জন্য শিক্ষার ভূমিকা অপরিহার্য। শিক্ষা জাতির মেরুদণ্ড। অভাব যেন কোনো শিশুর স্বপ্নকে আটকে না দেয় এটাই আমার চাওয়া। আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি তাদের পড়াশোনার পথে একটু আলো জ্বালায়, তবেই নিজেকে ধন্য মনে করব। অর্থাভাব যাতে শিশুদের পড়াশোনা থেকে দূরে সরিয়ে না দেয়, সে জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। আগামীতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে, কারণ আমি বিশ্বাস করি আর্তমানবতার সেবাই প্রকৃত মানবসেবা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজন কুমার দাস বলেন, নিঃসন্দেহে এটি মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ। আমাদের বিদ্যালয়ে অনেক হতদরিদ্র ও অসহায় শিশু পড়াশোনা করে। তাদের জন্য এ শিক্ষা উপকরণ অমূল্য সম্পদ। এমন মানবিক উদ্যোগ তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং পড়াশোনায় আরও মনোযোগী করবে।
শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক খাদিজা খাতুন, রহিমা খাতুন, সুরভী রানী, উমর ফারুক, সাংবাদিক আজাহার আলী সহ প্রমুখ।