সৈয়দপুর উপজেলার ছয়জন কর্মকর্তাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান

নীলফামারীর সৈয়দপুর উপজেলার ছয়জন কর্মকর্তাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার (১৮ আগস্ট) বিকেলে সৈয়দপুর অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী।
সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা. ডা. মো. মীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ধীমান ভুষন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হেমন্ত কুমার রায়, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মোস্তারিনা আফরোজ, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক, উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল আলম, উপজেলা সমবায় অফিসার মো. মাহফুজার রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু তাহের, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আবু জাফর প্রমুখ।
এছাড়াও উপজেলা নির্বাচন অফিসার আব্দুল কুদ্দুস সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মাহফুজার রহমান চৌধুরী ও উপজেলা হিসাবরক্ষণ অফিসার মো. ডাবলুর রহমান প্রমুখ বিদায়ী অতিথির বক্তব্য দেন।
শেষে বিদায়ী অতিথিদের হাতে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে।
অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা অফিসার্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।