নন্দীগ্রামে আদালতের আদেশ উপেক্ষা করে জমি জবরদখলের চেষ্টা

বগুড়ার নন্দীগ্রামে আদালতে আদেশ উপেক্ষা করে জমি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ থেকে জানা যায়, উপজেলার পাঠান গ্রামের মৃত কছিম উদ্দিন এর পুত্র মোঃ একরাম হোসেন একই গ্রামের আসাদ আলী, নুরুল ইসলাম, বাইজিদ, ইউসুফ আলী এর বিরুদ্ধে অতিরিক্ত জেলা জজ আদালত বগুড়া একটি মামলা দায়ের করে যাহার মামলা নং-৩৭৪ পি/২০২৫। আদালত আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য গত ২১/০৭/২০২৫ ইং তারিখে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি কে দায়িত্ব প্রদান করেন। তিনি অফিসার ইনচার্জ ওসি কুমিড়া পুকুর তদন্ত কে দায়িত্ব দেন। এর প্রেক্ষিতে কুমিরা পণ্ডিত পুকুর ফাঁড়ির এএসআই আব্দুর রউফ গত ২৮/ ০৭/ ২০২৫ ইং তারিখে আদালতের নির্দেশ অনুযায়ী একটি নোটিশ প্রদান করেন। নোটিশে তিনি উল্লেখ করেন, যেহেতু উভয় পক্ষের মধ্যেও পাঠান যাহার সিএস খতিয়ান নং ৭০ আরএস খতিয়ান নং-১৭৭ /সাবেক দাগ ৩৩৫/ হাল ৯৯৮ পরিমাণ/ ২৫ শতক, সাবেক ৩৪৭/ হাল ৯৬৪ পরিমাণ ১৬ শতক এবং সাবেক দাগ ৩৪৭/ হাল ৯৬৩ হাল পরিমান ১৬ শতক, ও সাবেক দাগ ৪১১/৯৪৪/৯৪৫ শতক জমি, বর্তমান যে পক্ষ বিরোধীয় সম্পত্তিতে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাবে সে পক্ষের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। এমতাবস্থায় বিবাদীপক্ষকে বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুসরণ করত তফশিল বর্ণিত সম্পত্তিতে বিবাদীপক্ষকে বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুসরণ করত তফশিল বর্ণিত সম্পত্তিতে প্রবেশে বারিত করা হইল। উক্ত নির্দেশ মোতাবেক আপনাদের উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বলা হইল। এবং আগামী ১১/০৮/২০২৫ খ্রিষ্টাব্দ বিবাদীগনদের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত বগুড়ায় হাজির হইয়া কারণ দর্শানোর জন্য বলা হইল। অপরদিকে বাদি একরাম হোসেন বলেন, বিবাদীগণ ১৭/০৭/২০২৫ ইং তারিখে আদালতের আদেশ অমান্য করে জোর করে জমিতে ধান লাগানোর জন্য চেষ্টা করে । এ ব্যাপারে কুমিড়া পণ্ডিতপুকুর তদন্ত কেন্দ্রের এএসআই আব্দুর রউফের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যেহেতু বিবাদীগণ আদালতের আদেশ অমান্য করেছে সেহেতু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।