পোরশায় পানি বন্দীদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

নওগাঁর পোরশায় বন্যায় পানি বন্দীদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার নিতপুর পুনর্ভবা নদী সংলগ্ন জেলে পাড়া এলাকার ৩০টি পানিবন্দী পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পানিবন্দী প্রতিটি পরিবারের মাঝে ত্রানসামগ্রী হিসাবে চাল, মশুর ডাল, লবন, চিনি, সয়াবিন তেল, মরিচের গুড়া, হলুদের গুড়া ও ধনিয়া গুড়াসহ ইত্যাদি শুকনা খাবার বিতরণ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাবিলা ফেরদৌস। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক ও সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯