বগুড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের
অধিকার ও অন্তর্ভুক্তি শীর্ষক সেমিনার
পরিবার ও সমাজের কু-সংস্কার থেকেই প্রতিবন্ধী ব্যক্তিরা অবহেলিত হয়ে থাকে

বগুড়ায় প্রতিবন্ধী নারীদের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সেবা প্রাপ্তি শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেছেন, বুদ্ধি ও বাক প্রতিবন্ধী নারীরা সবচেয়ে বেশি ধর্ষণ-নির্যাতনের শিকার হয়ে থাকে। কারণ হিসেবে অনেকেই মনে করেন তারা প্রতিরোধ ও প্রতিবাদ করতে অক্ষম। পরিবার ও সমাজের কু-সংস্কার থেকেই প্রতিবন্ধী ব্যক্তিরা অবহেলিত হয়ে থাকে। আমাদের সমাজে এমনও কু-সংস্কার প্রচলিত আছে যে প্রতিবন্ধী নারীরা সুস্থ সন্তান জন্ম দিতে পারে না। তারাও প্রতিবন্ধী সন্তান জন্ম দিবে। আর এ কারণে প্রতিবন্ধী নারীদের বিবাহের প্রধান অন্তরায়। আমাদের এ ধরণের দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে সমাজোর পিছিয়ে পড়া প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ও সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে সকলের একযোগে কাজ করতে হবে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বগুড়া পর্যটন মোটেলের কনফারেন্স হলে প্রতিবন্ধী নারী ও শিশুদের সেবা প্রাপ্তির অধিকার এবং প্রবেশগম্যতা বিষয়ে সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
উইমেন উইথ ডিজএ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ডাব্লিউডিডিএফ) আয়োজিনে টাস্ক টু হার্ট আস্ক ফর ইক্যুয়ালিটি প্রকল্পের আওতায় এবং ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটি’র সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার মিস্টি।
সেমিনারে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জনের প্রতিনিধি সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদুল হক, বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রকনুল হক। এছাড়াও সেমিনারে বক্তব্য রাখেন কাহালু উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আজিজুর রহমান, সোনাতলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ জামাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাইমুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হোসেন প্রমুখ।
ডাব্লিউডিডিএফ এর বগুড়া জেলার সমন্বয়কারী আব্দুল্লাহ আল ফয়সালের ব্যবস্থাপনায় সেমিনারে এর আগে প্রতিবন্ধী নারীদের অধিকার ও অন্তর্ভুক্তি বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সংস্থার কর্মসূচি সহ সমন্বয়কারি শারমিন আক্তার দোলন।
বক্তারা বলেন পরিসংখ্যান থেকে জানা গেছে, সমাজ সেবা বিভাগের মাধ্যমে সারা দেশে ১ কোটি ২৬ লক্ষাধিক মানুষকে বিভিন্ন প্রকারের ভাতা প্রদান করছে সরকার। এর মধ্যে প্রায় ৪০ লক্ষাধিক প্রতিবন্ধী ব্যক্তিকে ভাতা প্রদান করা হয়ে থাকে। সমাজের এই বিরাট অংশকে বাদ রেখে দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। তাদের উন্নয়ন ঘটাতে হলে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মমূখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। অন্যদিকে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে সমাজের মানুষের দৃষ্টিভঙ্গীর পরিবর্তন করতে হবে। আর তা হলেই প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনা সম্ভব।