পার্বতীপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

দিনাজপুর পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ ২১ আগষ্ট বিকাল ৩ টায় ঢাকা মোড় বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছে।
উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পৌর বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মন্জরুল আজিজ পলাশ। তিনি তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, পার্বতীপুর উপজেলা ও পৌর শাখা যৌথভাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের পৌরবজ্জোল ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে, গত ০৮ আগষ্ট ২০২৫ খ্রিঃ তারিখে ঢাকামোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে পার্বতীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর ওয়ার্ড শাখার নেতৃবৃন্দকে নিয়ে প্রস্তুতি মূলক সভা করে। সভার সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে ১০ আগষ্ট প্রতিটি ইউনিয়ন ও পৌর ওয়ার্ড কমিটি বিকেল ৪টায় একযোগে প্রস্তুতি মূলক সভা করে এবং ১২ আগষ্ট বিকাল ৪ টায় প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একযোগে প্রস্তুতি মূলক সভা ভার্চুয়ালের মাধ্যমে হয়। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটি হতে উপজেলা শহরে র্যালী, পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডাস্টবিন স্থাপনের নির্দেশনা আসে। সে মোতাবেক ২০ আগষ্ট বিকাল ৩টায় র্যালীর আয়োজন করে। এর মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের ২জন নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বিধায়, ব্যানারে তাদের নাম উল্লেখ করে। যথা সময়ে নেতৃবৃন্দরা উপস্থিত না হওয়ায় বিকাল ৪ টায় র্যালী শুরু করা হয় পূর্ব নির্ধারিত রুট অনুযায়ী। রুট অনুযায়ী শহর প্রদক্ষিন করা অবস্থায় শহীদ মিনার চুড়িপট্টির মধ্য হতে অতর্কিত র্যালীর মধ্যে কয়েকজন ব্যক্তি সহ স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা বাবু ঢুকে পড়েন। ধীরে ধীরে র্যালীর অগ্রভাগে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপজেলা সেক্রেটারী, সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি, সভাপতির নিকট চলে আসে এবং তাদেরকে ধাক্কাধাক্কি করে ব্যানার নিয়ে অগ্রসর হতে থাকে। এতে স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা বিচলিত হয়ে পড়েন এবং বিশৃঙ্খলা দেখা দেয়। এর ফলে মহিলা দলের ২ জন নেত্রী আহত হয়। এরা হল- মর্জিনা (৪৯) ও দেলোয়ারা (৩৫) এদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে। এ ঘটনার প্রেক্ষিতে আমরা মনে করি যে, এটি একটি পূর্ব পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রনোদিত। যা অত্যন্ত দঃখজনক, নিন্দনীয় এবং দলীয় শৃঙ্খলার পরিপন্থী। আমরা মিডিয়ার মাধ্যমে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট দৃষ্টি আকর্ষণ করছি এবং তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জোর দাবীর কথা জানান।