শিক্ষানগরী সৈয়দপুরের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীর সৈয়দপুরে অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে শহরের পুরাতন বাবুপাড়াস্থ ইন্টারন্যাশনাল স্কুলে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার মধ্যে ছিল বৃক্ষরোপণ, দেয়ালিকা প্রদর্শনী, আলোচনা সভা, সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণী।
বিকেলে বৃক্ষরোপণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের আঁকা ছবি ও ক্যাম্পাস এম্বাসেডরদের তৈরি দেয়ালিকা প্রদর্শন করা হয়। আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরাও নিজেদের পরিবেশনা উপস্থাপন করেন।
শিক্ষানগরী সৈয়দপুরের প্রতিষ্ঠাতা পরিচালক খুরশিদ জামান কাকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক শিউলী বেগম, সৈয়দপুর সাবর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি সুলতানা, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক শিহাবুজ্জামান চঞ্চল, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক রাজিয়া সুলতানা ও সাংবাদিক নওশাদ আনসারী প্রমুখ।
এ সময় প্রাথমিক শিক্ষায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় সৈয়দপুর শহরের সাবর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি সুলতানাকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি অনলাইন চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষানগরী সৈয়দপুরের এডমিন, মডারেটর ও ক্যাম্পাস এম্বাসেডরদের মধ্যে মোবারক রাসেল, জনি, রিয়া, রিফাত, সারা, বার্জিস আলী, শিহাব, রাজুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।