সৈয়দপুরে রেলওয়ে শ্রমিক নেতা আনোয়ার হোসেন বাঙ্গালীর ইন্তেকাল

নীলফামারীর সৈয়দপুর শহরের মুন্সীপাড়া জোড়াপুকুর এলাকার বাসিন্দা রেলওয়ে শ্রমিক নেতা আনোয়ার হোসেন বাঙ্গালী বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল শুক্রবার বাদ জুম্মা শহরের রংপুর রোডের মসজিদ-ই- রায়তুল রহমত জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে বিভিন্ন সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মো. আলহাজ¦ মো. শওকত চৌধুরী, বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সৈয়দপুর শিল্পসাহিত্য সংসদের সভাপতি ম. আ. শামীম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, দৈনিক আলাপন সম্পাদক আমিনুল হক, ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জাহিদ, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াত শাহ, রেলওয়ে শ্রমিক ইউনিয়ন কারখানা শাখার সভাপতি আলহাজ¦ মো. আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শেখ রোবায়েতুর রহমান রোবায়েত, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েলসহ সৈয়দপুরে কর্মরত সাংবাদিকেরা, রেলওয়ের বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।