জনপ্রিয়তার শীর্ষে নন্দীগ্রামের যুবদল নেতা রুবেল

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল এখন তৃণমূল পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তিনি এখন জনপ্রিয়তার শেষে রয়েছে, অর্জন করেছেন অগণিত মানুষের ভালোবাসা। দলীয় নেতাকর্মীরা যেমন তাকে আস্থার প্রতীক মনে করছেন, তেমনি সাধারণ মানুষও তাকে একজন উদার-সেবকপ্রাণ নেতা হিসেবে দেখছেন। ফ্যাসিস্ট সরকারের সময় থেকেই দলের জন্য নানা আন্দোলন-সংগ্রাম, কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে রুবেল বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিশেষ করে কঠিন সময়ে যখন অনেক নেতা মাঠে সক্রিয় ছিলেন না, তখনও তিনি কর্মীদের সঙ্গে থেকে সাহস জুগিয়েছেন। ঘরবাড়ি ছেড়েছেন তবুও দল ছাড়েননি যুবদল নেতা রুবেল। হাসিনা সরকারের সময় ১৭টির অধিক মামলা খেয়েছেন, ৩বারের অধিক কারা নির্যাতিত হয়েছেন। দুঃসময় থেকে দলের জন্য নিজের সর্বস্ব টুকু দিয়ে নিজ সন্তানের মত আগলিয়ে রেখেছেন যুবদল নেতাকর্মীদের। স্থানীয় যুবদল নেতাকর্মীরা বলেন, "আব্দুর রউফ রুবেল ভাই সবসময় আমাদের পাশে থাকেন। দুঃসময়ে তিনি যে নেতৃত্ব দিয়েছেন, তা আমাদেরকে আরও সাহসী কওে তুলেছে। রাজনীতির পাশাপাশি তিনি শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সক্রিয়। স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের সহায়তা, খেলাধুলার মাঠে তরুণদের উৎসাহ দেওয়া, অসহায় পরিবারকে সাহায্য করা সহ বিভিন্ন কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা এলাকাবাসীর নজর কেড়েছে। তিনি কেবল রাজনৈতিক নেতা নন, বরং এলাকার একজন সমাজসেবক হিসেবেও স্বীকৃতি পাচ্ছেন। বর্তমান সময়ে তরুণ সমাজ যখন সঠিক দিকনির্দেশনার অভাবে হতাশ, তখন রুবেল তাদের জন্য হয়ে উঠেছেন অনুকরণীয় ব্যক্তিত্ব। বিভিন্ন সভা-সমাবেশে তিনি তরুণদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে সোচ্চার হতে উৎসাহিত করেন। তরুণদের রাজনৈতিক অঙ্গনে সম্পৃক্ত করার পাশাপাশি তিনি তাদেরকে সামাজিক কাজে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আব্দুর রউফ রুবেল জনপ্রিয়তার মূল কারণ তার সহজ-সরল জীবনধারা এবং তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক। তিনি সবসময় চেষ্টা করেন মানুষের সমস্যাগুলো সরাসরি শোনার এবং সাধ্যমতো সমাধান করার। এ কারণেই অল্প সময়েই তিনি সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। নন্দীগ্রাম উপজেলা বাসী মনে করছেন, আগামী দিনে নন্দীগ্রামের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আব্দুর রউফ রুবেল। তার নেতৃত্ব, ত্যাগ ও নিষ্ঠা যদি বজায় থাকে, তবে আগামী দিনে স্থানীয় রাজনীতিতে তিনি আরও গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হবেন।