পুণ্ড্র ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সামার-২০২৫ সেমিস্টারে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এই আয়োজন হয়।
পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কুদরত-ই-জাহান। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে আরও বক্তব্য রাখেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর, ভাইস-চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ রোটাঃ ডাঃ মতিউর রহমান, বিওটি সদস্য আয়শা বেগম, বিওটি সদস্য ইঞ্জি. হারুন-অর রশিদ, বিওটি সদস্য মনিরুল মাহতাব তমাল তরু, পিইউবি’র ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান এবং রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ। অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন পিইউবি’র ইমেরিটাস প্রফেসর ও বিওটি উপদেষ্টা ড. এম. আফজাল হোসেন। ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আল ইমন, ইসলামিক স্টাডিজ বিভাগ, মোঃ আরিফুল রহমান, সিএসই বিভাগ, আসতিক আহমেদ অন্তিক, ব্যবসায় প্রশাসন বিভাগ এবং সানজিদা সোহা, আইন বিভাগ। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে অতিথিগণ বলেন মানবতাবাদী, বিজ্ঞানমনস্ক ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পুণ্ড্র বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বক্তারা শিক্ষার্থীদের মানবিক গুণের অধিকারী হয়ে সর্বদা সত্যের পথে থেকে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করার তাগিদ দেন। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়।