ঘোড়াঘাটে প্রতিবন্ধী অফিসের পিয়ন ডাক্তার পরিচয় দিয়ে দিচ্ছে রোগীর থেরাপী প্রাণহানির আশংকা

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিবন্ধী অফিসের পিয়ন ডাক্তার পরিচয় দিয়ে রোগীর দিচ্ছে থেরাপী যে কোনো সময় প্রাণহানির আশংকা দেখা দেয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলা প্রতিবন্ধী অফিসের পিয়ন প্রদীপ চন্দ্র সে উক্ত অফিসে আসা রোগীদের ডাক্তার পরিচয় দিয়ে থেরাপী দেয় এবং সে নিজেই রোগীকে দেয়া থেরাপী মেশিন কিনেছে। এ ব্যাপারে প্রদীপ চন্দ্রের সঙ্গে কথা বললে সে জানান, আমি প্রতিবন্ধী অফিসের থেরাপী মেশিন না নিয়ে নিজেই কিনেছি। মেশিন কেনার কারণ, আমি রোগীদের থেরাপী দিয়ে কিছু টাকা নেই। পিয়ন প্রদীপকে জিজ্ঞাসা করা হয়, আপনি কি রোগীদের ডাক্তার পরিচয় দেন? উত্তরে সে বলেন, আমি ডাক্তার পরিচয় দেই না, থেরাপী দিতে অফিসে আসা রোগীরাই আমাকে ডাক্তার করে বলে। এ ব্যাপারে এলাকাবাসী উক্ত প্রতিবন্ধী অফিসের পিয়নের কর্মকান্ড উর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক সরেজমিনে তদন্ত করে পিয়ন প্রদীপের ব্যবস্থা নেয়ার জন্য এলাকাবাসী জোর দাবি জানান।