রাণীনগরে মানব পাচার মামলার আসামীসহ গ্রেফতার-৩

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে মানবপাচার মামলার আসামীসহ তিন জনকে গ্রেফতার করেছে। রবিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সােমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
থানাপুলিশ জানায়,উপজেলার পারইল ইউনিয়নের কামতা গ্রামের বাসিন্দা মহসিন আলী একই গ্রামের গােলাম মােস্তফার ছেলে আব্দুল আজিজ (৩৩) বিরুদ্ধে মানবপাচার ও প্রতারনার অভিযাগে বৈদেশিক কর্মস্থান ও অভিবাসী আইনে সম্প্রতি আদালত মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিত রবিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া একই রাত আদালতের পরােয়ানা অনুযায়ী উপজলার কুজাইল হালদারপাড়া গ্রামের আব্দুল জবার প্রামানিক (৬০) ও তার স্ত্রী মোনয়ারা বিবি (৫৫) ক গ্রেফতার করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মাে: রায়হান বলেন,গ্রেফতারকৃতদের সােমবার আদালতে প্রেরণ করা হয়েছে।