নন্দীগ্রামে উপজেলা জাসদ নেতা রুস্তম গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা জাসদের সদস্য সচিব ও উপজেলা পল্লী উন্নয়নের সভাপতি মাহবুবুর রহমান ওরফে রুস্তম (৫৫) কে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। ২৫ আগস্ট সকালে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেন নন্দীগ্রাম থানা পুলিশ। গ্রেফতারকৃত রুস্তম উপজেলার দলগাছা গ্রামের মৃত মজিবর রহমান ছেলে ও বগুড়া জেলা জাসদের সভাপতি ও কাহালু-নন্দিগ্রাম (বগুড়া-০৪) আসনের সাবেক এমপি এ.কে.এম. রেজাউল করিম তানসেনের ছোট ভাই। এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম জানান, নাশকতা মামলায় গ্রেফতার করে রুস্তম আলীকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: নন্দীগ্রাম
১৩ মে, ২০১৯
২১ মে, ২০১৯
২৬ মে, ২০১৯
৩০ মে, ২০১৯