সৈয়দপুরে অবস্থিত আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ে নতুন বাস সেবার উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের (বাউস্ট) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে নতুন একটি বাস সংযোজন করা হয়েছে। গতকাল সোমবার ( ২৫ আগস্ট) বেলা পৌণে এগারটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন বাস সেবার শুভ উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার (এলপিআর), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহ্উদ্দিন নয়ন (অবঃ) এবং অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মেজর নাসিম হোসেন (অবঃ) উপস্থিত ছিলেন ।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় ও দপ্তর প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থার উন্নয়নে নতুন বাস সংযোজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বিশেষ করে রংপুর- সৈয়দপুর রুটে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও নির্বিঘ্ন হবে। এছাড়াও তিনি বাস ক্রয়ের সঙ্গে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। শেষে বিশ^বিদ্যালয়ের বাস সেবা নিরাপদ ও কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
নতুন যুক্ত হওয়া বাসটি সৈয়দপুর-রংপুর রুটে চলাচল করবে। এর আগে এ রুটে একটি বাস চলাচল করত। ফলে এখন থেকে রংপুর রুটে বিশ্ববিদ্যালয়ের দুটি বাস চলাচল, যা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়াবে। বর্তমানে বাউস্টের নিজস্ব মালিকানাধীন মোট চারটি বাস রয়েছে। এর মধ্যে দুটি সৈয়দপুর-রংপুর রুটে, একটি সৈয়দপুর-দিনাজপুর রুটে এবং একটি সৈয়দপুর-নীলফামারী রুটে চলাচল করছে।
বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সুবিধার্থে যাতায়াত ব্যবস্থার উন্নয়নে নিয়মিত পদক্ষেপ নিয়ে আসছে। নতুন বাস সংযোজনের ফলে শিক্ষার্থীরা নিরাপদ, আরামদায়ক, স্বল্প সময়ে ও সাশ্রয়ীভাবে যাতায়াত করতে পারবে।
অনুষ্ঠানটি আয়োজন করে ছাত্র কল্যাণ উপদেষ্টা দপ্তর, যা সব সময় শিক্ষার্থীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ২৪ আগস্ট নিটোল মটরস্ লিমিটেডের জেনারেল ম্যানেজারসহ অন্যান্য প্রতিনিধিগণ বাসটি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার (এলপিআর) এবং অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মেজর নাসিম হোসেন (অবঃ) আনুষ্ঠানিকভাবে গাড়িটি গ্রহণ করেন।