নওগাঁয় নাবালিকা অপহরণ মামলায় আসামীর ১৪বছরের কারাদণ্ড

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার সরদারপাড়া গ্রামের ১৫বছর বয়সী এক নাবালিকা মেয়েকে অপহরণের মামলায় ব্যালট উত্তরপাড়া গ্রামের উজ্জল হোসেন (৩২)কে ১৪বছর সশ্রম কারাদণ্ড এবং ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার (২৫ আগস্ট) সকালে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে জরিমানার অর্থ ভুক্তভোগী নাবালিকা মেয়েকে প্রদানের নির্দেশ দেন বিচারক।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে উজ্জল হোসেন বদলগাছী থানার বারাতৈল গ্রামে নানীর বাড়ি থেকে ওই নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ করে বোনের বাসায় আটকে রাখে। পরবর্তীতে নাবালিকার মা থানায় অভিযোগ করলে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে। তদন্ত শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলায় ৭জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায়ের তারিখ ধার্য ছিল। আসামির উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন এবং যেহেতু আসামি পূর্ব থেকেই কারাগারে ছিলেন, তাই তাকে সাজাপরোয়ানা মূলে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি এডভোকেট রেজাউল করিম রায়ে সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে আসামি পক্ষে কৌঁসুলি আশিক আল ইমরান হিল্লোল উচ্চ আদালতে আপিল করার কথা জানান।