নন্দীগ্রামে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬শে আগস্ট (মঙ্গলবা সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা প্রাণীসম্পদ অফিসার কল্পনা রানী রায়, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, নন্দীগ্রাম সদর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটরা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহাবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন দুলাল, সাংবাদিক মামুন আহমেদ সাংবাদিক রাকিব বাবু, সরকারী মহিলা ডিগ্রী কলেজের প্রতিনিধি আব্দুল মান্নান মিঠু, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার গোলাম মোস্তফা, সমবায় অফিসার ঝর্না রানী দেবনাথ, উপজেলা শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, উপজেলা বাস মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছার রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রতিনিধি রফিকুল ইসলাম, সড়ক ও জনপদের উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, পল্লি বিদ্যুতের এজিএম, উপজেলা তথ্য কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ।
উক্ত সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।